স্ট্যাটিসটিক্স এমন একটি বিদ্যা যা এখন যে কোনো শিল্পে সমীক্ষা ও গবেষণার কাজে অপরিহার্য। স্ট্যাটিসটিক্স ছাড়া সরকারি কাজকর্ম ও পরিকল্পনাও অচল। ইকনমিক্স পড়তে গেলেও স্ট্যাটিসটিক্স অপরিহার্য। তাই স্ট্যাটিসটিক্সের গ্র্যাজুয়েট বা এম এস সিদের চাকরির অভাব নেই। বিদেশে স্ট্যাটিসটিক্সে পিএইচডি করতে গিয়ে খুব কম ছেলেই দেশে ফেরে। তাছাড়া স্ট্যাটিসটিক্স গ্র্যাজুয়েটরা Indian Economics and Statistical Service ekla IAS-এর সমতুল UPSC পরীক্ষা দিতে পারে।
ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট
যারা স্ট্যাটিসটিক্স বা ম্যাথমেটিক্সে বি স্ট্যাট বি ম্যাথ ও পরে এম স্ট্যাট ও এম ম্যাথ করতে চায় তাদের জন্য মক্কা হল India Statistical Institute. খুব মেধাবী ছাত্রছাত্রী ছাড়া এখানে কেউ পড়ার সুযোগ পায় না। এটি একটি ডিমড ইউনিভার্সিটি ও এলিট ইনস্টিটিউট বলে গণ্য। সারা পৃথিবীতে এখানকার ছেলেমেয়েদের কদর।
আইএসআই-তে ভর্তি হতে যে যোগ্যতার প্রয়োজন, তা হল উচ্চমাধ্যমিক। ১০+২ উত্তীর্ণ হলে এখানে বি স্ট্যাট কিংবা বি ম্যাথ পড়তে পারা যায়। তবে সে ক্ষেত্রে উচ্চমাধ্যামিক বা সমতুল স্তরে বিষয় হিসেবে অঙ্ক ও ইংরাজি থাকতেই হবে। তার পরে বসতে হবে আইএসআই আয়োজিত প্রবেশিকা পরীক্ষায়। উচ্চমাধ্যামিক স্তরের অঙ্কের উপর অবজেক্টিভ ও সংক্ষিপ্ত ধরনের প্রশ্ন থাকে। লিখিত পরীক্ষায় সফলদের ডাকা হয় ইন্টারভিউতে। এর ভিত্তিতেই চূড়ান্ত বাছাই হয়। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অঙ্ক বিষয়টির উপর খুব গুরুত্ব দেওয়া হয়। তাই অঙ্কে যথেষ্ট দক্ষতা অর্জন করতে পারলে, তবেই এই সর্বভারতীয় পরীক্ষায় সাফল্য মিলতে পারে। www.isical.ac.in. ওয়েবসাইটে পুরানো বছরের প্রশ্নপত্র দেখে নেওয়া যায়।
খোঁজখবর : Indian Statistical Institute
203, BT Road, Kolkata-700 108
বিটি রোডে কলকাতা থেকে ব্যারাকপুর যাবার পথে ডানলপ ব্রিজের কিছু আগে বাঁদিকে এই বিশাল ইনস্টিটিউটটি পড়ে।
সৌজন্যেঃ ডা. পার্থ চট্টোপাধ্যায়
Be the first to comment