প্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিং

Spread the love

প্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিং। ৭৬ বছর বয়সে মারা গেলেন পদার্থবিদ স্টিফেন হকিং। তাঁর পরিবার সূত্রে এই খবর জানানো হয়েছে। ব্ল্যাক হোল থিওরির প্রবক্তা তিনি। এছাড়া বিজ্ঞানের ওপর বহু বইও লিখেছেন, তারমধ্যে অন্যতম অ্যা ব্রিফ হিস্ট্রি অফ টাইমও রয়েছে। ‘আ ব্রিফ হিস্ট্রি অব টাইম’-এর লেখকের আপেক্ষিকতাবাদ, কসমোলজি, কোয়ান্টাম মেকানিক্স এবং ব্ল্যাকহোলের উপর গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।
কেমব্রিজে নিজের বাড়িতে বুধবার ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন হকিং। তারপর বিজ্ঞানীর সন্তান লুসি, রবার্ট এবং টিম এক বিবৃতি জারি করে সেই দুঃসংবাদ সকলকে জানান। স্বাভাবিকভাবেই বিজ্ঞানীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার।
বিজ্ঞানী হকিং ১৯৪২ সালে অক্সফোর্ডশায়ারে জন্মেছিলেন। তারপর তিনি অক্সফোর্ড এবং কেমব্রিজ দুজায়গাতেই পড়াশোনা করেন। তাঁর গোটা কেরিয়ারে তিনি অসংখ্য বই লিখেছিলেন এবং তাঁর জন্যে পুরষ্কৃতও হয়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*