এসটিএফ-এর জালে পড়লো এক জামাত জঙ্গি

Spread the love

জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার (JMI) এক সদস্যকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ৷ বিশেষ সূত্রে খবর পেয়ে কলকাতা থেকে তাকে গ্রেফতার করে এসটিএফ ৷ ধৃত জঙ্গির নাম আবুল কাশেম ৷ বিশেষ সূত্রে খবর পেয়ে এসটিএফ-এর আধিকারিকরা সোমবার সকাল দশটা নাগাদ ইস্ট ক্যানাল রোডে যান ৷ সেখানে গজনবি ব্রিজের কাছ থেকে আবুল কাশেম ওরফে শেমকে আটক করে এসটিএফ-এর আধিকারিকরা ৷ বছর বাইশের কাশেম আদতে বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা ৷ তাঁর কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু লিফলেট, বই ৷ আরও বেশ কয়েকটি জিনিস উদ্ধার হলেও সে বিষয়ে মুখ খোলেননি এসটিএফ-এর গোয়েন্দারা ৷ উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে বিস্ফোরক রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে ৷ পরে তাকে গ্রেফতার করা হয় ৷

তদন্তকারীরা জানাচ্ছেন, কাশেমকে জেরা করে ইতিমধ্যেই বর্ধমানের জেএমআই সংক্রান্ত বেশকিছু তথ্য পাওয়া গেছে ৷ তার ভিত্তিতে নতুন এক মামলা রুজু হয়েছে ৷ তবে কাশেম কী কারণে কলকাতায় এসেছিলো, তা জানার চেষ্টা চলছে ৷ তবে কি কলকাতাতেও নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে জেএমআই ? এসটিএফ-এর বক্তব্য, এখনও পর্যন্ত বিষয়টি পরিষ্কার নয় ৷ ধৃতকে সোমবার আদালতে তুলে নিজেদের হেপাজতে চাওয়া হবে ৷ তারপরই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*