২১ জুলাই শহিদ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার পরিকল্পনা এসটিএফের

Spread the love

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাসভবনে ঢুকে পড়েছিল উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা হাফিজুল মোল্লা। এরপর থেকেই মুখ্যমন্ত্রীর বাসভবন-সহ তাঁর নিরাপত্তা বলয়ের ওপরেও বাড়তি নজরদারির বন্দোবস্ত করা হয়েছে কলকাতা পুলিশের এসটিএফ।

ইতিমধ্যেই ডিজি (সিকিউরিটি)-র পদ থেকে বিবেক সহায়কে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে দীর্ঘ কয়েক বছর স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজিতে কাজ করে আসা আইপিএস পীযূষ পান্ডেকে। এবার আসন্ন ২১ জুলাইয়ের মূলমঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওঠার পরেই একাধিক বিশেষ ব্যবস্থা নিতে চলেছে নিরাপত্তা কর্মীরা। লালবাজার সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী একুশে জুলাইয়ের মঞ্চের যে জায়গায় দাঁড়িয়ে নিজের বক্তব্য রাখবেন, সেই জায়গায় মুখ্যমন্ত্রীর ধারে কাছে শুধুমাত্র বিশেষ কয়েকজনকেই আসার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন তাঁর চারপাশে বিশেষ নজরদারি চালাবেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা।

তাছাড়াও তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের সভা মঞ্চের চারপাশে যে সকল বহুতলগুলি রয়েছে, সেই বহুতলগুলির ছাদে মোতায়েন থাকবে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনী। ২১ জুলাইয়ের সভামঞ্চের চারপাশে সকল দোকানগুলি রয়েছে, সেই দোকানগুলির মালিক সংগঠনের সঙ্গে ইতিমধ্যেই নিরাপত্তার জন্য কথা বলেছেন পুলিশ আধিকারিকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*