একেই বোধ হয় বলে ল্যাপটপ মেরে চিঠি দান! আর এই কাণ্ড ঘটিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ার তারকা হয়ে উঠলেন এক চোর! স্টিভি ভ্যালেন্টাইন নামের এক নেটিজেন টুইটারে জানান, তাঁর বন্ধুর ল্যাপটপ চুরি হয়ে গিয়েছে। সেই সঙ্গে একটি ইমেলের ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, ল্যাপটপ চুরি করার পরে ল্যাপটপের মালিককে ইমেল করে চিঠি লিখে রেখেছেন স্বয়ং চোর এবং নিজের কাজের জন্য রীতিমতো ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি! পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় ওই ইমেলের ছবি।
ইমেলটিতে লেখা রয়েছে, “আমি অত্যন্ত দরিদ্র, আমার টাকার দরকার। তাই আমি ল্যাপটপটা চুরি করতে বাধ্য হলাম, এ জন্য আমি অত্যন্ত দুঃখিত। ফোন আর মানিব্যাগ নিলাম না, ছেড়ে রেখে গেলাম। আশা করছি এই দিয়ে খানিকটা ম্যানেজ হবে আপনার।” এই সঙ্গে চোর বাবাজি এ-ও লেখেন, যে ল্যাপটপে খুব গুরুত্বপূর্ণ কোনও বিষয় সেভ করা থাকলে তিনি সেটা মালিককে পাঠিয়ে দেবেন।
চোরের এমন অভিনব ক্ষমাস্বীকারের ইমেল সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরেই মজা এবং প্রশংসা আছড়ে পড়ে। সহানুভূতি দেখান অনেকেই। প্রা দু’লাখ মানুষ ‘লাইক’ করেন চোরের চিঠিকে।
Be the first to comment