বৃহস্পতিবারও নিম্নমুখী শেয়ার বাজার

Spread the love

আরবের তেল শোধনাগারে ড্রোন হানার জেরে আন্তর্জাতিক বাজারে তৈরি হয়েছে আশঙ্কা। যার প্রভাব পড়েছে স্টক মার্কেটেও। বৃহস্পতিবারও সেই ছবির কোনও পরিবর্তন হলো না। আর্থিক মন্দার থাবায় ভারতের শেয়ার বাজার এদিনও নিম্নমুখী। এদিন বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই বিএসই সূচক পড়েছে ২৪৫.৮৪ পয়েন্ট। অন্যদিকে নিফটির আগের দিনের তুলনায় পতন হয়েছে ৭৪.৬ পয়েন্ট। ব্যাঙ্কিং, ইনফরমেশন টেকনোলজি এবং মেটাল সেক্টরে পতন হওয়ার জন্যই বাজারে এই হাল। তবে অটো এবং কনসিউমার গুডসের সহায়তার জন্য তা কিছুটা সম্ভব হয়েছে।

তবে এদিন সকালে সেনসেক্স ছিল ১৫৪.৯০ পয়েন্ট। নিফটি আগেরদিন বাজার বন্ধ হওয়ার সময়ের ৫৮.৬৫ পয়েন্ট কম। এদিকে অপরিশোধিত তেলের দাম একদিনের মধ্যে ব্যারেল প্রতি ৬১ডলার থেকে বেড়ে ৭০ ডলার দাম হয়েছে ৷ গোটা দুনিয়া জুড়ে একটা অনিশ্চয়তা দেখা গিয়েছে ৷

বিশেষজ্ঞদের ধারণা ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম তিন অংক ছুঁতে পারে ৷ এর জেরে ভারতে মন্দা ঘনীভূত হতে পারে বলেও অর্থনীতিদের একাংশ মনে করছেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*