ফের ৪০ হাজার ছাড়ালো সেনসেক্স, নিফটি ১১,৮৮৩-তে

Spread the love

ফের সেনসেক্স ৪০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেলো ৷ গত কয়েকদিনের তুলনায় লাভের পরিমাণ আজ যদিও একটু কম ৷ যদিও শুক্রবার বাজার খুলতেই চাঙ্গা ছিল শেয়ার বাজার। ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ার ছিল সবচেয়ে উপরে ৷ কিউ-২ ফলের পরিপ্রেক্ষিতে ইয়েস ব্যাঙ্কের শেয়ার ২.৫ শতাংশ কমে যায় ৷

শুক্রবার এস অ্যান্ড পি ও BSE সেনসেক্সের ক্ষেত্রে ১৪৯.৯৪ পয়েন্ট বেড়ে ৪০,২৭৭.৯৯-এ ওঠে সূচক ৷ NSE নিফটি বেঞ্চমার্ক ছিল ১১,৯১৮.৩০ ৷ বৃহস্পতিবার এস অ্যান্ড পি ও BSE সেনসেক্স শেষ হয় ৭৭.১৮ পয়েন্টে, প্রায় ৪০,১২৯.০৫-তে এসে ৷

বাজারকে বেশি চাঙ্গা করে ব্যাঙ্কিং ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে শেয়ারের ঊর্ধ্বগতি হচ্ছে ৷ দেশের রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যঙ্কগুলির শেয়ারের দর অনেকটাই বৃদ্ধি পেয়েছে গত কয়েক মাসের তুলনায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*