নতুন বছরকে স্বাগত জানাতে সারারাত হইহুল্লোড়, মোবাইলে কাছের মানুষদেরকে রঙীন রকমারি মেসেজ পাঠানোর ধুম। কিন্তু হঠাৎই ১২টার সময় বন্ধ হয়ে গেল হোয়াটসঅ্যাপ। সবাই ভাবতে লাগলো সমস্যাটা হয়তো নেটওয়ার্কের তবে তা নয় জানা গেছে নববর্ষের বার্তা পাঠানোর চাপেই গতকাল মাঝরাতে গোটা বিশ্বজুড়ে প্রায় ১ ঘন্টা বন্ধ হয়ে গেছিল হোয়াটাসঅ্যাপ।
জানা গিয়েছে কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তাই একসাথে এত মেসেজ আদান প্রদানের ফলে স্লো হয়ে যায় সাইবার। পরে অবশ্য আবার সবকিছুই স্বাভাবিক হয়ে যায় কিছুক্ষনের মধ্যেই।
Be the first to comment