প্রবল শক্তিশালী ঝড়ের সম্মুখীন হয়েছে মধ্য ইউরোপ। এই ঝড়ের গতিবেগ ঘন্টায় ১৮০ কিমি।
জার্মানি, পোল্যান্ড ও চেক রিপাব্লিক সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছে।অসংখ্য মানুষ গৃহবন্দি।
জার্মানির বেশ কিছু অঞ্চলে রেল চলাচল বিঘ্নিত হয়েছে। মধ্য জার্মানির হামবুর্গ বন্যায় প্লাবিত। প্রবল ঝড়ে অসংখ্য গাছ ভেঙ্গে পড়েছে।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় পোল্যান্ড ও চেক রিপাব্লিকের হাজারখানেক মানুষ অন্ধকারে দিন কাটাছে।
একটি মালপরিবহণকারী জাহাজ ঝড়ের ফলে জার্মানের নিকটবর্তী উপকূল লাঙ্গেউগে চলে আসে এবং জাহাজের ২২জন কর্মী নিরাপদে আছে।
Be the first to comment