
রোজদিন ডেস্ক, কলকাতা:- শনিবার থেকে চড়চড় করে মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করবে দিনের তাপমাত্রা। সোমবার থেকে বেশ কিছুটা চড়বে পারদ। রাজ্যে আজ মূলত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে আজ ফের বৃষ্টির সম্ভাবনা। কাল চার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী চার পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৯ মার্চ রবিবার। আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে আপাতত পরিষ্কার থাকবে আকাশ। তবে এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। ভোরে এবং রাতে হালকা শিরশিরানি ভাব থাকবে বাতাসে।সোমবার থেকে উঠবে পারদ। কলকাতার তাপমাত্রা ফের ৩৪/৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস-এ উঠে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।
অন্যদিকে, কলকাতায় নামল দিন ও রাতের পারদ। তবে পারদ পতন এই মরশুমের মতো শেষ। এবার শুধুই পারদ উত্থান। আপাতত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সোমবার ১০ মার্চ থেকে অনেকটা বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার এর মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।
রাতের তাপমাত্রাও ২০.২ থেকে কমে ১৮.২ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় সাড়ে ৩ ডিগ্রি কম। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮ থেকে নেমে ২৮.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় সাড়ে ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৬ থেকে ৮৩ শতাংশ।
Be the first to comment