
রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রবল গরমে নাজেহাল বঙ্গবাসী। শুক্রবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। তার জেরেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে বঙ্গে। জলীয় বাষ্পের কারণে বঙ্গে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি রয়েছে।
শুক্রবারই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া। দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদে। শুক্রবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি সব জেলাতেই। শনি ও রবিবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দু এক জেলাতে। শুক্রবারের পর সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
Be the first to comment