বনধে স্বাভাবিক ছন্দে কলকাতা

Spread the love

বাম-কংগ্রেস ডাকা হরতালে মোটের উপর স্বাভাবিক শহর কলকাতা ৷ আজ সকাল থেকে রাজ্যের নানা প্রান্তে বনধের বিক্ষিপ্ত প্রভাব চোখে পড়লেও কলকাতায় ছবিটা পুরোপুরি আলাদা ৷ আর পাঁচ দিনের মতোই সকাল থেকে স্বাভাবিক বাস-ট্যাক্সি চলাচল ৷ অন্যান্য দিনের মতোই আজও নিত্যাযাত্রীদের ভিড় চোখে পড়েছে ৷ সকাল আটটা নাগাদ হাজরা-কালীঘাটের ছবিটা স্বাভাবিক ৷

বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই খুলেছে দোকানপাট । সকাল-সকাল পথে দেখা মিলেছে সরকারি-বেসরকারি অফিস যাত্রীদের । বাসস্ট্যান্ডে ভিড় করে রয়েছেন বহু মানুষ । হাজরা মোড়ের নিরাপত্তা নিয়ে যথেষ্ট সতর্ক প্রশাসন । মোতায়েন রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ । যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য টহল চলছে । হাজরার পাশাপাশি কালীঘাট, গড়িয়াহাট, টালিগঞ্জের মতো জায়গায় স্বাভাবিক ছবিটাই ধরা পড়েছে ৷

গতকালই রাজ্য সরকারের তরফে স্পষ্ট করা হয়েছিল কোনওভাবেই বনধকে মেন নেওয়া হবে না ৷ রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, “এটা মনে রাখা দরকার বনধ হচ্ছে শেষ অস্ত্র । বারবার এই অস্ত্রটাকে ভোঁতা করে দেওয়া হচ্ছে । যখন প্রয়োজন হবে তখন দেখা যাবে । কিন্তু কর্মদিবস নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে । যেখানে বেকারত্ব এত বেশি, অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করছে বিজেপি সেখানে আমরা বনধকে সমর্থন করি না ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*