কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি যৌথভাবে ১৪মে বৈঠক করে লকডাউনের পরিস্থিতিতে গোটা দেশজুড়ে শ্রমিকদের অবস্থা পর্যালোচনা করা হয়। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয় এই পরিস্থিতিতে ইউনিয়নগুলি তাদের চ্যালেঞ্জ মোকাবিলা করবে । ট্রেড ইউনিয়নগুলির যৌথ প্ল্যাটফর্ম সিদ্ধান্ত নিয়েছে সরকারের শ্রমিক বিরোধী এবং জনবিরোধী কেন্দ্রীয় সরকারের আক্রমণের বিরোধিতা করে ২০মে দেশজুড়ে ধর্মঘটের বলে জানানো হয়েছ।
ট্রেড ইউনিয়নগুলির যৌথ প্লাটফর্মে রয়েছে -ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস (আইএনটিইউসি), অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (এ আই টি ইউ সি), সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস ( সিটু), হিন্দু মজদুর সভা (এইচ এম এস), অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার (এআই ইউটিইউসি), ট্রেড ইউনিয়ন কোঅর্ডিনেশন সেন্টার (টি ইউসিসি), সেল্ফ এমপ্লয়েড উইমেন্স অ্যাসোসিয়েশন , অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নস, লেবার প্রগ্রেসিভ ফেডারেশন এবং ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস।
এদিকে আবার আরএসএস অনুমোদিত ভারতীয় মজদুর সংঘ (বি এম এস) বৃহস্পতিবার শ্রম আইন পরিবর্তনের বিরোধিতা করে দেশজুড়ে প্রতিবাদের কথা ঘোষণা করে। ২০মে এই সংগঠন প্রতিবাদ দিবস’ হিসেবে ধার্য করেছে। বেশ কিছু রাজ্য শ্রম আইন মানছে না। কোথাও বা দৈনিক কাজের সময় ৮ ঘন্টা থেকে বাড়িয়ে ১২ ঘন্টা করা হয়েছে। এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে এখন বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি।
Be the first to comment