দিনের পর দিন বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। এমন পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন পরিবহণ কর্মীরা। এরই মধ্যে এবার ইন্ডিয়ান ওয়েল-এ কর্মরত ট্যাঙ্কার মালিকদের পরিবহণ ব্যয় কমিয়ে দেওয়ায় অবস্থানে নামলেন ট্রাক মালিকরা।
শনিবার সকাল থেকেই সমস্ত কাজ বন্ধ রেখে তাঁরা প্রতীকী ধর্মঘটে সামিল হয়। তাদের দাবি তাদের পরিবহনের চার্জ কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও নানা সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের। তাদের হুঁশিয়ারি অবিলম্বে তাদের দাবি না মানলে আগামী দিনে তাঁরা পরিবহণ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হবেন।
Be the first to comment