বামপন্থী কৃষক ও শ্রমিক সংগঠনের ধর্মঘটে কোথায় কি প্রভাব ; জেনে নিন

Spread the love

মোদী সরকারের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নীতির অভিযোগ তুলে বামপন্থী কৃষক ও শ্রমিক সংগঠনের ধর্মঘটের ডাক। জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি। 

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ১১৬ বি জাতীয় সড়কে শুয়ে পড়ে বিক্ষোভ। তা নিয়ে ধর্মঘটিদের সঙ্গে পুলিশের বচসা হয়। অন্যদিকে, পাঁশকুড়ার মেচোগ্রামের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে ধর্মঘটিদের সঙ্গে পুলিশের বচসা, ধস্তাধস্তি হয়। অবরোধের জেরে একঘণ্টা রাস্তায় আটকে থাকেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত হোড়। পরে পুলিশের সাহায্যে তিনি এলাকা ছাড়েন। 

দুর্গাপুর স্টেশন রোডে দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের বাস আটকান ধর্মঘটিরা। এরপর দুর্গাপুর-বাঁকুড়া রোড অবরোধ করেন তাঁরা। ধাক্কাধাক্কিতে রাস্তায় পড়ে যান এক পুলিশ কর্মী। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*