এই প্রথম কোনও বনধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় নেই। তিনি রাজ্যেও নেই। বাংলায় শিল্প টানতে মুখ্যমন্ত্রী রয়েছেন বিদেশ সফরে! এবং ঘটনাচক্রে বেছে বেছে বিপত্তি ঘনিয়েছে এ সময়েই।
মুখ্যমন্ত্রী যখন শিল্পের জন্য ইতালিতে দৌত্য চালাচ্ছেন, তখন কাজ কারবারে বাধা দিয়ে বাংলায় বনধ হওয়াটা যেমন বাজার অর্থনীতির নিরিখে মানানসই নয়, তেমনই পর্যবেক্ষকদের বড় অংশ মনে করছেন, বুধবার বিজেপি-র ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধও হালফিলে আর পাঁচটা ধর্মঘটের মতো ম্যাড়ম্যাড়ে চ্যালেঞ্জ নয়। দম দেখানোর চেষ্টা করতে পারেন বিজেপি ও আরএসএসের নেতা ও কর্মীরা! শেষমেশ কী হবে এখনই বলা সম্ভব না হলেও, তাঁদের মতে দিলীপ ঘোষ-মুকুল রায়দের হম্বিতম্বি এবং শাসক দল ও নবান্নের রীতিমতো সমর-প্রস্তুতিই বুঝিয়ে দিচ্ছে আবহাওয়া বেশ টানটান।
Be the first to comment