রিপোর্টার – রফিকুল জামাদার –
মনোনয়ন পর্বে অশান্তি রুখতে কড়া হচ্ছে প্রশাসন। এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা আজ জানিয়েছেন বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগণার মত যেসব এলাকায় বেশি গন্ডগোলের খবর আসছে সেখানে বাড়তি বাহিনী পাঠানো হচ্ছে। গন্ডগোল রুখতে আরো বেশি করে সক্রিয় হতে জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জেলা থেকে ২২৬১জনকে সতর্কতা মূলক গ্রেফতার করা হয়েছে। গতকাল থেকে আজ পর্যন্ত সুনির্দিষ্ট মামলায় আরো ২৯৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৫৬৮টি গ্রেফতারী পরোয়ানা কার্যকর করা হয়েছে। সিআরপিসির ১০৭ ধারায় ৪৯৮ টি মামলায় ১২৪৩ জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে উদ্ধার হয়েছে ৮টি আগ্নেয়াস্ত্র, ১৪টি কার্তুজ এবং ২৩ টি তাজা বোমা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে গতকাল ৩জন বহিতরাগতকে গ্রেফতার করা হয়েছে বলে এডিজি আইন শৃঙ্খলা জানিয়েছেন।
এদিকে বীরভূমের নলহাটিতে প্রাক্তন সিপিআইএম সাংসদ রামচন্দ্র ডোম তীর ধনুক সহ মিছিল করে মনোনয়ন জমা দিতে যান বলে অভিযোগ উঠেছে। এডিজি আইন শৃঙ্খলা জানান, পুলিশ ওই ঘটনা খতিয়ে দেখছে।
Be the first to comment