বাঁশদ্রোণীর নিখোঁজ ছাত্রকে অমৃতসর থেকে উদ্ধার করলো বাঁশদ্রোনী থানার পুলিশ; পড়ুন!

Spread the love
জুন মাসে বাঁশদ্রোণীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছিল যোধপুর পার্ক বয়েজ হাই স্কুলের ছাত্র প্রীতম বেরা। পাঁচ মাস পরে পাঞ্জাবের অমৃতসর থেকে তাকে উদ্ধার করল বাঁশদ্রোণী থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, জুন মাসে হঠাৎ করেই নিজের মোবাইল ফোন, দু সেট জামা ও নিজের কাগজপত্র নিয়ে বাড়ি থেকে কাওকে কিছু না বলেই বেরিয়ে যায় প্রীতম। বাঁশদ্রোণী থানায় নিখোঁজ ডায়েরি করেন প্রীতমের মা-বাবা। পুলিশকে তার বাবা-মা জানান, এর আগেও দুবার বাড়ি থেকে পালিয়ে গেছিল প্রীতম। উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও বেশ ভালোই ফল করেছিল প্রীতম।
বন্ধুবান্ধবদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, খুব কম কথা বলত প্রীতম। বেশিরভাগ সময়েই স্কুলে একা একা থাকত সে। প্রীতমের মোবাইল নম্বর ট্রেস করে পুলিশ জানতে পারে, শেষ লোকেশন দেখিয়েছে বদ্রীনাথ ধামে। বদ্রীনাথ ধামে পাড়ি দেন পুলিশ কর্তারা। কিন্তু সেখানেও প্রীতমের কোনও খোঁজ পাওয়া যায়নি।
বদ্রীনাথ ধামে দুই সাধু পুলিশকে জানান, প্রীতমকে তাঁরা কয়েকদিন আগে দেখেছেন। কিন্তু দু’দিন আগেই নিজের জামাকাপড় ফেলে চলে গেছে সে। তার কয়েকদিন পরে ফেসবুকে অ্যাক্টিভ দেখায় প্রীতমকে। ফেসবুকের লোকেশন দেখে পুলিশ বুঝতে পারে পাঞ্জাবের অমৃতসরে আছে সে।
অমৃতসরে গিয়ে সাইবার ক্যাফের সঙ্গে যোগাযোগ করে প্রীতমের খোঁজ পায় পুলিশ। সেখান থেকেই তাকে উদ্ধার করা হয়। সেখান থেকে বাঁশদ্রোণী থানার পুলিশ তাকে নিয়ে আসে।
কী কারণে বাড়ি ছেড়ে সে চলে গেছিল, সে ব্যাপারে হেঁয়ালি দেখা যায় প্রীতমের কথায়। কখনও সে বলে, মা-বাবার প্রতি অভিমান হয়েছিল। কখনও আবার বলে নতুন কিছু আবিষ্কারের নেশাতেই বাড়ি ছেড়েছিল সে। আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ। বাবা-মা অবশ্য অত কিছু ভাবতে চান না। ছেলে ফিরে আসাতেই তাঁরা খুশি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*