গলা কেটে খুন করা হয়েছে দশম শ্রেণির এক ছাত্রীকে। অভিযোগের তির ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের এক পড়ুয়ার দিকে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে হায়দ্রাবাদে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
বৃহস্পতিবার বাড়িতে একাই ছিলেন দশম শ্রেণির ছাত্রী নিকিতা। অভিযোগ সেই সময়েই তাঁর বাড়িতে যায় অরবিন্দ নামের ওই ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া। প্রাথমিক ভাবে বেশ তর্কাতর্কিও হয় তাদের মধ্যে। এরপর আচমকাই নিকিতার গলায় ছুরি চালিয়ে দেয় অরবিন্দ। এমনটাই জানিয়েছে পুলিশ। তবে বাঁচার শেষ চেষ্টা করেছিল নিকিতা। চেঁচিয়ে ডাকতে চেয়েছিল প্রতিবেশিদের। কিন্তু যতক্ষণে সবাই টের পান তখন অনেক দেরি হয়ে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিকিতাকে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, অনেকদিন ধরেই নিকিতাকে ফলো করত অরবিন্দ। জেরায় অরবিন্দ জানিয়েছে, নিকিতা তাকে পাত্তা দিত না। অন্য ছেলেদের সঙ্গে কথা বলত। আর এটাই ছিল নিকিতার উপর তাঁর রাগের প্রধান কারণ। পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া অরবিন্দ। পুলিশ জানিয়েছে গোটা ঘটনা জানার পর উত্তেজিত জনতা মারধর করতে শুরু করে ২২ বছরের অভিযুক্ত অরবিন্দকে। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেয় নিকিতার প্রতিবেশিরা।
Be the first to comment