‘এ কেমন শিক্ষা’?

ছবিটি প্রতীকী
School girls stand in front of the stock display board during their visit for an education program at the Colombo Stock Market in Colombo, Sri Lanka November 24, 2017. REUTERS/Dinuka Liyanawatte - RC1BD8725D00
Spread the love

স্কুল ছাত্রীদের বিবস্ত্র করে সাজা দেওয়ার অভিযোগ উঠল আরও এক স্কুলের বিরুদ্ধে। জানা গিয়েছে, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে খারাপ শব্দ লেখার অভিযোগে জোর করে ৮৮ জন ছাত্রীকে বিবস্ত্র করানো হলো। ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের পাপুম পারা জেলার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে।

জানা গিয়েছে, ওই স্কুলেই নাকি সম্প্রতি কেউ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অশ্লীল শব্দ ব্যবহার করে। বিষয়টি জানাজানি হতেই গোটা স্কুলে চাঞ্চল্য ছড়ায়। এরপরই অভিযুক্তকে খুঁজে বের করতে ক্লাস সিক্স এবং সেভেনের ৮৮ জন ছাত্রীর পোশাক খুলে শাস্তি দেওয়া হয় বলে অভিযোগ। গান্ধী বালিকা বিদ্যালয়েরই প্রধান শিক্ষিকা সহ ৩ সহশিক্ষক ছাত্রীদের চরম শাস্তিটি দিয়েছেন বলে জানা গিয়েছে। নির্যাতিতা ছাত্রীদের অভিভাবকরা অভিযুক্ত শিক্ষিকাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন । যদিও স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার কথা জানাজানি হতেই নিন্দায় মুখর সব মহল।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*