ঘুষকাণ্ডে দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিক

Spread the love

ঘুষকাণ্ডে দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিক। সোমবার আলিপুর জজকোর্টে বিশেষ সিবিআই আদালত এই রায় দিয়েছে। পরে জামিন পেয়ে যান তিনি। ২০০৫ সালের ডিসেম্বরে সুভাষ ভৌমিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। প্রায় ১২ বছর ধরে মামলা চলার পর সোমবার আদালত ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। ময়দানের বিশিষ্ট এই খেলোয়াড় কোচিংয়ের পাশাপাশি সেন্ট্রাল এক্সসাইজের আধিকারিকও ছিলেন। বর্তমানে অবসর যাপন করলেও, ২০০৫-এর ডিসেম্বর তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল।

কাজে সুবিধা করে দেওয়ার নাম করে এক বেসরকারি সংস্থার কাছ থেকে তিনি ৪ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ। কলকাতা সাউথ ক্লাবে আর্থিক লেনদেনের ব্যাপারটি চূড়ান্ত হয়। এর মধ্যে দেড়লক্ষ টাকা তাঁকে দেওয়ার সময়ই তাঁকে হাতেনাতে ধরে ফেলে সিবিআই। ২০০৫ সালের ওই ঘটনায় গ্রেফতারের সময় সুভাষ ভৌমিক সিবিআইয়ের আধিকারিককে ঘুষি মারেন বলেও অভিযোগ। সেই মামলাও চলছিল সুভাষ ভৌমিকের বিরুদ্ধে। সোমবার সেই মামলার রায় ঘোষণা করে আলিপুর জজকোর্টের বিশেষ সিবিআই আদালত। ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। সোমবারই সুভাষ ভৌমিকের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেছেন বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*