বিধানসভায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে ঘরওয়াপসি হয় সব্যসাচী দত্তের। বিধানসভার মধ্যেই দলীয় পতাকা তুলে দেওয়া হয় তাঁর হাতে। এই ইস্যুতে এবার সরব হলেন শুভেন্দু অধিকারী। ঘটনার প্রতিবাদ জানিয়ে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। শুক্রবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সব সীমা অতিক্রম করে ফেলেছে তৃণমূল। বিধানসভার মধ্যে এই যোগদানের ঘটনা নজিরবিহীন। বিধানসভা আমার কাছে মন্দিরের মতো। বিধানসভার মর্যাদাহানি হয়েছে। এর বিরুদ্ধে আমি আদালতে যাব।’
এদিন নন্দীগ্রামের বিধায়ক হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন, পুজো মিটতেই নভেম্বর মাসে তিনি এই ঘটনা নিয়ে আদালতের দ্বারস্থ হবেন। শুভেন্দুর কথায়, ‘আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই নিয়ে আমরা রাজ্যপাল এবং বিধানসভার স্পিকারের কাছে ডেপুটেশন জমা দেব। বিধানসভাকে পার্টি অফিস বানিয়ে ফেলেছে। বিধানসভার এই মর্যাদাহানি জনগণ মেনে নেবে না। আমরা এর শেষ দেখে ছাড়ব।’
প্রসঙ্গত, কয়েকদিন ধরে বেসুরো ঠেকছিল তাঁর সুর। অবশেষে ঘরওয়াপসি সব্যসাচী দত্তের। বিধানসভায় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে এসে তৃণমূলে যোগ দিলেন সব্যসাচী। মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের দিনই পুরনো দলে ফিরলেন বিধাননগরের প্রাক্তন মেয়র। দুর্গাপুজো থেকে লখিমপুর খেরি নিয়ে তাঁর সাম্প্রতিক বক্তব্যে বিজেপি বিরোধী সুরই ধরা পড়ছিল। ভোটের ফল বেরনোর পর মুকুল রায়ের পদ্ম শিবির ছেড়ে পুরনো দলে ফিরতেই একের পর এক তৃণমূল ত্যাগী বিজেপিতে যোগ দেওয়া নেতাদের গলায় ঘরে ফেরার সুর শোনা যায়।
Be the first to comment