পুজোর জন্য প্রস্তুত পরিবহন দফতর, চলবে অতিরিক্ত বাস

Spread the love

দুর্গাপুজোর সময় কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ১৬০০টি বাস চালাবে পরিবহন দফতর। রাতেও চলবে অতিরিক্ত বাস ৷ সোমবার একথাই জানিয়েছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার ময়দানে WBTC(ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন)-এর অফিসে “পুজো পরিক্রমা” বুকলেটটি প্রকাশ করেন পরিবহনমন্ত্রী। বিভিন্ন কর্মসূচির ঘোষণাও করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দফতরের সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ অনান্যরা।

শুভেন্দুবাবু বলেন, বনেদিবাড়ির পুজো, গ্রামের পুজো, হেরিটেজ ট্রামে যাত্রা, জলপথে পুজো, জয়রামবাটি-কামারপুকুর দর্শন, সর্বজনীন পুজোর পাশাপাশি এবারের নতুন সংযোজন হুগলির বিশিষ্ট বাড়ির পুজো। সল্টলেক ও নিউটাউনের পুজো পরিক্রমার আয়োজন করা হয়েছে। নিউটাউনের প্রবীণ নাগরিকদের আবাসন “স্নেহদিয়া”র প্রতিমাও এবার পুজো পরিক্রমায় দেখানো হবে ।”

এবার পরিবহন দফতর শহরের পাশাপাশি গ্রামের পুজো দেখানোরও আয়োজন করেছে । একটি টিকিটেই মিলবে দিনভর ঠাকুর দেখার সুযোগ। অনলাইনের পাশাপাশি শহর ও শহরতলির বিভিন্ন ডিপো, টার্মিনাস ও স্মার্ট কার্ড বুকিং কাউন্টারে টিকিট বুক করা যাবে ।

জেলায় কোথায় কোথায় পুজো পরিক্রমা-

দক্ষিণবঙ্গ পরিবহন নিগম পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, আরামবাগ ও ঝাড়গ্রামের বিভিন্ন পুজোমণ্ডপ দেখানো হবে । দুর্গাপুরে দামোদর ও কালনায় গঙ্গায় প্রতিমা নিরঞ্জন দেখানো হবে ।

পুজোর দিন ছাড়াও কলকাতা থেকে মাইথন, শান্তিনিকেতন, ঝারগ্রাম, দিঘা ও মুকুটমণিপুর যাওয়ার দূরপাল্লার বাস পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণবঙ্গ পরিবহন নিগম ।

কলকাতা থেকে শিলিগুড়ি, মালদা, বহরমপুর ও উত্তরবঙ্গের একাধিক শহরে বাস পরিষেবা বাড়ানো হয়েছে ।

পুজোর সময়ে গঙ্গায় ভেসেলের সংখ্যা বাড়ানো হবে । বেলুড়, দক্ষিণেশ্বর ও বাগবাজারে পর্যাপ্ত ভেসেল পরিষেবা থাকবে । কন্ট্রোলরুমের মাধ্যমে বিশেষ নজরদারি চালাবে পরিবহন দফতর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*