বিজেপিকে জেতাতে বাম-কংগ্রেসের ভোট চাইলেন শুভেন্দু

Spread the love

এবারের বিধানসভা নির্বাচনে জিততে বামপন্থী ও কংগ্রেস সমর্থকদের ভোট চাইলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার দুর্গাপুর শিল্পাঞ্চলের বেনাচিতিতে দলের এক সভায় হাজির হন তিনি৷ সেখানেই তিনি এই আবেদন করেন ৷

বামপন্থী ও কংগ্রেস সমর্থকদের কাছে তাঁর আবেদন যে এবার অন্তত তাঁরা ভোটটা বিজেপিকে দিন ৷ ভোটের আগে বামপন্থীরা ও কংগ্রেস সমর্থকরা নিজেদের দলের মিটিং-মিছিলে অংশগ্রহণ করুন কিন্তু ভোটটা দিন বিজেপিতে ৷

কেন তিনি ভোট চাইছেন, সেই ব্যাখ্যা দিতে গিয়ে ২০১৭ সালে দুর্গাপুর পৌরনিগম নির্বাচনের কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী ৷ সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাইরে থেকে লোক নিয়ে এসে গোলমাল করেছিল বলে তিনি অভিযোগ করেন ৷ তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে ভোটের সময় আর কোনও গোলমাল হবে না ৷ বিজেপির শাসনে মানুষ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ৷

শুভেন্দু অধিকারী মাসখানেক আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সেই প্রসঙ্গে তিনি জানান, তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ার পর তিনি বিশ্বের সবচেয়ে বড় দলে যোগদান করেছেন ৷ আর বিজেপিকে আরও বলিষ্ঠ করাই এখন তাঁর একমাত্র উদ্দেশ্য ৷

একই সঙ্গে এদিন তিনি আবার আক্রমণ শানান তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অন্য দিনের মতো এদিনও তিনি অভিষেকের নাম মুখে আনেননি ৷ ভাইপো বলেই আক্রমণ করেছেন ৷ তাঁর অভিযোগ, ভাইপোই তাঁকে তৃণমূলের পুরুলিয়া ও বাঁকুড়ার পর্যবেক্ষক পদ থেকে তাড়িয়েছিলেন কারণ, তিনি দায়িত্বে থাকলে বিভিন্ন রকম পাচারে সমস্যা হচ্ছিল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*