দিদি প্রতি পাঁচ বছর অন্তর নন্দীগ্রামে যান । যখন ভোট আসে তখন যান, তার আগে তাঁর নন্দীগ্রামের কথা মনে পড়ে না । কলকাতার সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার শুভেন্দু আরও বলেন, ২০১৫ সালের ২১ ডিসেম্বর গিয়েছিলেন। আমাকে প্রার্থী ঘোষণা করে এসেছিলেন। আজকে ঠিক পাঁচ বছর পর নন্দীগ্রামের কথা মনে পড়েছে।
শুভেন্দু অভিযোগ করেন, “আমি যদি প্রশ্ন করি, নন্দীগ্রামের গোপালনগরে অধিকারী পাড়ায় ১৪ মার্চ গুলি চালিয়েছিল কে ? সিবিআই চার্জশিটে তাঁর নাম ছিল সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় । আপনাদের মহাসচিব তৃণমূল ভবনে গিয়ে সেই তাঁকে তৃণমূলে যোগদান করিয়েছেন । নন্দীগ্রামের মানুষ আপনাকে ক্ষমা করবে না ৷
Be the first to comment