ফের একবার ‘ভাইপো’-কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার উত্তর ২৪ পরগনার গারুলিয়ায় ভাইপোর বিরুদ্ধে কুকথা বলার অভিযোগ তোলেন তিনি। বলেন, সবে তো লালার রসিদ দেখিয়েছি। এরপর এনামুলের খাতা দেখাবো।
এদিন শুভেন্দু বলেন, ‘আপনি বলেছিলেন আমাদের, ভাইপোকে নেতা মানতে হবে। আপনি পার্টিটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করেছেন। আমরা আপনার ওই তোলাবাজ ভাইপোকে নেতা মানবো কেন? তিনি কে? কবে ছাত্র রাজনীতি করেছেন? কবে যুব রাজনীতি করেছেন? কবে রাস্তায় সিপিএমের বিরুদ্ধে মিটিং – মিছিল করেছেন? কবে পৌরসভা নির্বাচনে লড়েছেন? কটা পার্টির আন্দোলনে অংশগ্রহণ করেছেন? ২০১১ সালের ২১ জুলাই দিল্লি থেকে ল্যান্ড করিয়ে নেমে সোনার চামচ ধরিয়ে দিয়েছেন’।
এর পরই ভাইপোর মুখের ভাষা নিয়ে আক্রমণ শানান শুভেন্দু। বলেন, ‘কী ভাষা দেখছেন না? কাঁথিতে আমার বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে সভা করতে গেছে। কী সুন্দর ভাষা। বাংলার সংস্কৃতি। বলছে, তোর বাপকে ডেকে নিয়ে আয়। দাঁড়িয়ে আছি। কী সুন্দর ভাষা। এ নেতা হবে’।
[10:42 PM, 2/10/2021] Arpan: ভাইপোর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। বলেন, ‘এত সাহসী ২,৫০০ পুলিশ সঙ্গে নিয়ে গিয়েছে। আমরা এগুলো করি না। আমরা রাজনীতি করি। ওর মধ্যে ১১ সালের আগে অনিল বসুকে আমি দেখতে পাচ্ছি। যত বলবে তত তোমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি কমবে’।
শুভেন্দু বলেন, ‘আমি তো নাম বলিনি, তোলাবাজ ভাইপো বলেছি। তাতে এত কাঁপার কী আছে? কেঁপে যাচ্ছে মঞ্চে। কর্ডলেস মাইক নিয়ে একবার ওদিকে ছুটছে একবার এদিকে ছুটছে। এত রাগের কী আছে? বলছে আমার বউকে নিয়ে টানাটানি করছে। আমরা মাকে- নারীকে সম্মান করি। আমি তো শুধু বলেছিলাম ম্যাডাম নারুলার অ্যাকাউন্টে টাকা গিয়েছে। রসিদ দেখিয়ে বলেছি। আমি তো বলিনি আপনার স্ত্রীর কথা’।
শুভেন্দুর হুঁশিয়ারি, ‘আমি তো রসিদ দেখিয়ে বলেছিলাম থাইল্যান্ডের কাশীকর্ণ ব্যাঙ্কে প্রতিদিন দেড় লক্ষ – দু লক্ষ করে ভাট জমা পড়েছে। তাতে এত রাগ? এর পর তো খাতা দেখাবো। লালার খাতা। এনামুলের খাতাও দেখাবো। কোন কোন পুলিশ অফিসার টাকা দিয়েছে। ভাইপো, তার সাগরেদরা টাকা নিয়েছে…’
Be the first to comment