বাংলার বর্তমান প্রজন্ম সংকটে ৷ এমনকী, সংকটে রয়েছে বাংলার ভবিষ্যৎ প্রজন্মও ৷ তাই বাংলাকে বাঁচাতে ছুটে এসেছেন মিঠুন চক্রবর্তী ৷ রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে এই কথাই বললেন নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী ৷ একই সঙ্গে তিনি ফের এদিন নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে ফের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু ৷
এবারের বিধানসভার নির্বাচনে বিজেপির সবচেয়ে বড় জনসভা হচ্ছে আজ কলকাতার ব্রিগেডে ৷ এদিনও শুভেন্দু তৃণমূলকে আক্রমণ করেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন ৷ আবার ‘তোলাবাজ ভাইপোর’ প্রসঙ্গ তুলেছেন ৷ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাঁর অভিযোগ যে রাজ্যের শাসক দল এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গিয়েছে ৷ তাই ওই দলে সম্মান নিয়ে কেউ থাকতে পারছেন না ৷ সেই কারণে তাঁর মতো অনেকেই তৃণমূল ছেড়েছেন ৷
এই প্রসঙ্গেই তিনি মিঠুন চক্রবর্তীর নাম তোলেন ৷ আর তখন তিনি জানান, বাংলার বর্তমান প্রজন্ম সংকটে ৷ এমনকী, সংকটে রয়েছে বাংলার ভবিষ্যৎ প্রজন্মও ৷ তাই বাংলাকে বাঁচাতে ছুটে এসেছেন মিঠুন চক্রবর্তী ৷
এদিন তৃণমূল ও বাম-কংগ্রেসের বিরুদ্ধে তুষ্টিকরণের অভিযোগও করেন ৷ বাম-কংগ্রেসের-আইএসএফের হযবরল জোট হয়েছে বলে তিনি অভিযোগ করেন ৷ তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস এবার ভোটে জিতলে বাংলা কাশ্মীর হয়ে যাবে ৷ আর বাঙালিদের অবস্থা কাশ্মীরী পণ্ডিতদের মতো হবে ৷
Be the first to comment