দড়ি ধরে মারও টান রানি হবে খান খানঃ শুভেন্দু অধিকারী

Spread the love

একুশের নির্বাচনের মধ্যমণি নন্দীগ্রাম। ভোট যত এগোচ্ছে, ততই কথায় আরও ঝাঁঝ বাড়াচ্ছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। বদল আসছে, ‘বডি ল্যাঙ্গুয়েজে’ও। ‘আত্মবিশ্বাসী’ শুভেন্দু এদিন মঞ্চে দাঁড়িয়ে বলেন, চিটফান্ডের টাকায় ভোটে লড়বেন মাননীয়া, চিট ফান্ডের টাকা মেরেছে তিনি। এরপরই কারও নাম না করে মন্তব্য করেছেন, ‘দড়ি ধরে মারও টান রানি হবে খান খান।’

তাঁর পাশে তিনি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চান তাও তিনি বলেছেন তিনি। শুভেন্দু এদিন বলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি এসে একটা সভা করলে ভালো হয়। বাকি আমি ঘরের ছেলে আছি। হয়ে যাবে।

এদিন বক্তব্যের শুরু থেকেই তিনি নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীকে মমতাকে তীব্র কটাক্ষ করেছেন। বলেন, ১৭টা অঞ্চলের মধ্যে দুটো অঞ্চলের নাম বলুন, কোভিডের সময় আপনি কোথায় ছিলেন? বুথ ধরে ধরে কোথায় কী করতে হবে সে আলোচনাও করেছেন। বলেছেন, আমার ভোটের দায়িত্ব আপানাদের। পশ্চিমবঙ্গে এবার পরিবর্তন হচ্ছে বিজেপি আসছে। আমার পোস্টার ছিঁড়েছে। কালি লাগিয়েছে। কয়েকটা বুথ আমাকে দেখে নিতে হবে, আমাদের মহিলারা প্রস্তুত আছেন।

মঙ্গলবার নন্দীগ্রামে পা রেখেই ভোটযুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে, এদিনই সেখানে নির্বাচনী কার্য্যালয় উদ্বোধনের কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর। ফলে প্রকৃত যুদ্ধের আগেই কার্যত সম্মুখ সমরে নেমেছে দু-পক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*