প্রায় একমাস আগের ঘোষিত কর্মসূচি। ৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। শুধু কাঁথি নয়, গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। আর তাতেই ভয় পেয়েছে শুভেন্দু অধিকারী।
শনিবার কাঁথি প্রভাত কুমার কলেজের মাঠে এই জনসভায় বিশাল মঞ্চ তৈরি হয়েছে। যা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। শুভেন্দুর দাবি, তৃণমূলের এই সভা আসলে অধিকারীর পরিবারকে হেনস্তা করার ছক। এমনই অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। মামলা করার অনুমতি মিলেছে। আজ, বৃহস্পতিবার দুপুরে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি।
অন্যদিকে, তৃণমূলের দাবি ভয় পেয়েছে শুভেন্দু। একসময়কার অধিকারীদের গড় বলে পরিচিত কাঁথি সহ পূর্ব মেদিনীপুরের রাশ নেই শান্তিকুঞ্জের হাতে। এমনকী, নন্দীগ্রামে পর্যন্ত পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে শুভেন্দুর। তাই অভিষেকের সভা বানচালের জন্য নানা ধরণের ইস্যু তৈরি করতে ব্যস্ত দলবদলু বিজেপি নেতা।
Be the first to comment