শুভেন্দুর পদত্যাগ নিয়ে দোলাচলে অধ্যক্ষ

Spread the love

শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র নিয়ে স্পষ্ট করে কিছুই বললেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শুভেন্দুর পদত্যাগপত্র জমা দেওয়ার আগেই বিধানসভা থেকে বেরিয়ে যান বিমান বন্দ্যোপাধ্যায়। ফলে শুভেন্দু অধিকারী বিধানসভার সচিব অভিজিৎ সোমের কাছে পদত্যাগপত্র জমা দেন। গতকাল অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। তিনি তাঁর বিধানসভা কেন্দ্র বারুইপুরে চলে গিয়েছিলেন বলে খবর।

আজ বিধানসভায় এসে অধ্যক্ষ জানান, শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্রটি পরীক্ষা করে দেখবেন । তারপরে নির্দিষ্ট আইনের ভিত্তিতে ব্যবস্থা নেবেন। পদত্যাগপত্র গৃহীত হতেও পারে, আবার নাও হতে পারে।

বিমান বন্দ্যোপাধ্যায় আজ বলেন, পদত্যাগ পত্র পরীক্ষা করে দেখেছি। সেটির ওপর বিবেচনাপ্রসূত অর্ডার দেব। যতদিন পর্যন্ত অর্ডার না দেওয়া হবে এটা বলা যাবে না যে পদত্যাগপত্র গৃহীত হয়েছে। প্রত্যাখ্যান হয়েছে, তাও বলা যাবে না। অর্ডার প্রকাশিত হলে আপনারা দেখবেন। এখনই কিছু বলার নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*