প্রণব মিশ্র, কাঁথি
হলদিয়া শিল্পাঞ্চলের মতো, শুভেন্দু অধিকারীর নিজের শহর কাঁথিতে এবার সেই পোস্টার পড়ায় সোমবার সকাল থেকেই রীতিমতো সাড়া পড়ে যায়। আবার আগামী ১৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন। এরজন্য প্রশাসনিক তৎপরতা ও প্রস্তুতি এখন তুঙ্গে। তার দুইদিন আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই পোস্টারে রীতিমতো সরগরম কাঁথি শহর। কারা এই পোস্টার দিয়েছে তা স্পষ্ট নয়। কাঁথি পুরসভায় ঢোকার মুখে, পুর প্রশাসনিক বিল্ডিং এর নিচে, কাঁথি মহকুমা শাসকের দফতরে যাওয়ার পথে দেওয়ালে এমন পোস্টার লাগানো হয়েছে। শহরের জনবহুল এই এলাকাগুলিতে পোস্টারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাদা- কালো ছবি রয়েছে। আর সেই ছবির কপালে লেখা ‘চোর চোর চোট্টা ‘। আবার ছবির নীচে লেখা রয়েছে, ‘ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চাই’।
অভিজ্ঞ মহলের অনুমান, শুভেন্দু একটা সময় হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন। তাই সেখানে পোস্টার পড়েছে। আবার কাঁথি পুরসভাতেও একসময় চেয়ারম্যান ছিলেন শিশির অধিকারীর পুত্র তথা রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা। তাই এবার কাঁথি পুরসভার সামনেও এই পোস্টার পড়লো। অবশ্য এই পোস্টার দেওয়ার ব্যাপারে কোন গোষ্ঠী বা রাজনৈতিক দল এখন পর্যন্ত দায় স্বীকার করে নি। তবে হলদিয়া শিল্পাঞ্চলের স্থায়ী বাসিন্দা থেকে, কল কারখানার শ্রমিকদের অধিকাংশ, একটা বিষয়ে একমত – তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়াতে শ্রমিক সম্মেলন করে যাওয়ার পর, আইএনটিটিইউসির তত্ত্বাবধানে একের পর এক কারখানায় ‘সিওড’ তৈরি হচ্ছে। ফলে শ্রমিকদের মতামত গুরুত্ব পাচ্ছে।
ঠিকাদারদের অধিকার ও দাদাগিরি ক্রমশ খর্ব হচ্ছে। যা অধিকারীদের আমলে হলদিয়াতে ছিল না। ফলে হলদিয়া জুড়ে শুভেন্দু অধিকারীদের চোখ রাঙ্গানির দিন শেষ। আবার কাঁথি পুরসভায় দীর্ঘ কয়েক দশক ধরে অধিকারীদের জমানাও এখন অতীত। গত পুরসভার নির্বাচন জিতে তৃণমূল কংগ্রেস এই পুরসভায় তাদের জয়ের পতাকা উড়িয়েছে। এই কাঁথি পুরসভার ধর্মদাসবাড়ে সারদার বহুতল নির্মাণের জন্য রাজ্যের বিরোধী দলনেতাকে অনেক টাকা দিয়েছেন বলে ইতিমধ্যে অভিযোগ তুলেছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সেই অভিযোগ ঘিরেও রাজ্য রাজনীতি সরগরম হয়েছিল। তাই এবার বিরোধী দলনেতার নিজের বাড়ির শহরে এমন পোস্টার রীতিমত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
তৃণমূল কংগ্রেসের নেতা থেকে কর্মী সমর্থকরা ইতিমধ্যে বহুবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি প্রকাশ্যে তুলেছেন। কিন্তু কাঁথি শহরে একাধিক জায়গায় এমন পোস্টার লাগানোর প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ কুমার মাইতি জানান, “ রাজ্যের বিরোধী দলনেতা সহ অধিকারী পরিবারের সম্পত্তি গত কয়েক বছরে অনেক গুণ বেড়েছে। আবার বিরোধী দলনেতাকে কাগজে মুড়ে টাকা নিতেও দেখা গেছে। সারদা কাণ্ডেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাই তার বিরুদ্ধে সিবিআই তদন্ত হবেনা কেন ? এটা অনেক সাধারণ মানুষেরও প্রশ্ন। তবে কাঁথি শহরে এমন পোস্টার লাগানোর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন যোগ নেই।”
Be the first to comment