পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সি ভি আনন্দ বোস। শপথবাক্য পাঠে যে কোনও পরিস্থিতিতে বাংলার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন নতুন রাজ্যপাল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ শাসক দলের একাধিক সাংসদ, বিধায়করা। ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বোস। উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীও। কিন্তু রাজ্যের সাংবিধানিক প্রধানের শপথ অনুষ্ঠানে রীতি ভাঙলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমন্ত্রণ পেয়েও তিনি এলেন না।
শুভেন্দু প্রথমে জানিয়েছিলেন যে, নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোসের শপথগ্রহণ অনুষ্ঠানে আসবেন তিনি। কিন্তু শপথ গ্রহণের সকালেই আচমকাই টুইট করে রাজ্যের বিরোধী দলনেতা জানান যে, তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। শপথগ্রহণ অনুষ্ঠানে অতিথিদের বসার জন্য যে আসন বিন্যাস করা হয়েছে, তা নিয়ে আপত্তি রয়েছে তাঁর। দুই বিজেপি ত্যাগী বিধায়ক কৃষ্ণ কল্যাণী আর বিশ্বজিৎ দাসের পাশে আসন দেওয়াতেই ক্ষোভ শুভেন্দুর।
টুইটে শুভেন্দু অবশ্য লিখেছেন যে, তিনি পরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে আসবেন। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন। রাজ্যপাল সি ভি আনন্দ বোস যদি আজও তাঁকে দেখা করতে বলেন, তাহলে তিনি যাবেন আজই রাজভবন যাবেন।
এদিকে শুভেন্দু অধিকারী শপথগ্রহণ অনুষ্ঠান এড়াতেই তাঁকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলনেতার এমন আচরণ অসৌজন্যের ও মিথ্যাচার বলে তোপ দেগেছেন তিনি। এই সবটাই সিবিআই ও ইডির হাত থেকে বাঁচার জন্য শুভেন্দু অধিকারী নাটক করছেন বলেও তোপ দাগেন কুণাল।
Be the first to comment