বিধানসভায় স্পিকারকে অপমান। অভব্য আচরণ। বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেনশনের প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক তথা বিধানসভার উপমুখ্যসচেতক তাপস রায়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সেই প্রস্তাব প্রত্যাহার হল। এই ঘটনা থেকে বিরোধীদলের শিক্ষা নেওয়া উচিত- মন্তব্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের।
অধ্যক্ষর চেয়ারের অসম্মান। এর জেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেনশনের প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই সাসপেন্ড করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু শুভেন্দুর হয়ে ক্ষমা চান মমতা। সাসপেনশন প্রস্তাবের বিরোধিতা করেন তিনি। স্পিকার বলেন, যেহেতু মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে নিয়েছেন তাই প্রস্তাব প্রত্যাহার করে নিন। স্পিকারের কথায় প্রস্তাব প্রত্যাহার করে নেন উপমুখ্যসচেতক। এরপরেই বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এর থেকে বিরোধীদের শিক্ষা নেওয়া উচিৎ।
Be the first to comment