বাসের রেষারেষি রুখতে কমিশন প্রথা তোলার নির্দেশ পরিবহণমন্ত্রীর

Spread the love
বেশি যাত্রী-বেশি কমিশন। নিট ফল রেষারেষি, দুর্ঘটনা। বেসরকারি বাসের বহু পুরনো এ অসুখ সারাতে এবার নয়া দাওয়াই রাজ্যের। বেসরকারি বাস ও মিনিবাস চালক ও কন্ডাকটরদের কমিশন প্রথা তুলে দিতে নির্দেশ দিলেন পরিবহণ মন্ত্রী। এর বদলে অধিক বেতন দেওয়ার সুপারিশ করলেন তিনি।
রেষারষি, অনিয়ন্ত্রিত গতি, দুর্ঘটনা অতঃপর মৃত্যু- সংবাদপত্রের পাতা উল্টালেই এ খবর আখছার চোখে পড়ে। পথ দুর্ঘটনা যেন রোজনামচা হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে চিন্তিত রাজ্য প্রশাসন। গত দু-তিন দিনে কলকাতায় বাসের রেষারেষিতে বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। এবার বাসের রেষারেষি রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, এবার থেকে বেসরকারি বাস চালক ও কন্ডাকটরদের কমিশন প্রথা তুলে দেওয়া হবে।
বর্তমানে বাসের চালক ও কন্ডাক্টররা বেতনের সঙ্গে দৈনিক কমিশন পান। সারা দিনে বাসে যা টিকিট বিক্রি হয় তার ১২ শতাংশ কমিশন হিসেবে পান চালক। ৬ শতাংশ করে পান কন্ডাকক্টর। অতএব, যত বেশি টিকিট বিক্রি তত বেশি কমিশন পাবেন, এই আশায় বেশি যাত্রী তোলার রেষারেষি শুরু হয়। আর তাতেই ঘটে দুর্ঘটনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*