সমস্ত ব্যবস্থার ক্ষেত্রে শেষ কথা বলে জনগণ, বাংলা ও বাঙালির সেবক হিসেবে কাজ করে যাবঃ শুভেন্দু অধিকারী

Spread the love

মন্ত্রীত্ব ছাড়ার পর আজ মহিষাদলে স্বাধীনতাসংগ্রামী রণজিৎ বয়ালের স্মরণসভায় যোগ দিলেন শুভেন্দু অধিকারী। এই ধরনের অরাজনৈতিক মঞ্চ থেকে তিনি যে রাজনীতির কথা বলবেন না তার ইঙ্গিত আগেই মিলেছিল। আর হলোও তাই। তাঁর বক্তব্যের সময় কয়েকজন হাততালি দিয়ে উঠতে গেলেও থামিয়ে দেন তিনি। তবে বক্তব্য শেষ করতে করতে জানিয়ে যান, তিনি রাস্তাতেই থাকবেন।

গত শুক্রবারই মন্ত্রীত্ব ছেড়েছেন শুভেন্দুবাবু। আর আজ আসেন মহিষাদলে। স্বাধীনতা সংগ্রামী রণজিতকুমার বয়ালের স্মরণসভায় যোগ দেন। সেখানকার মাটিকে প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন। ভিড় দেখে তিনি বলেন, আগামীদিনে সংগ্রাম ও প্রতিষ্ঠানগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটিই তাঁর কাছে অনুপ্রেরণা। জানিয়ে দেন, প্রতি বছরের মতো ৩ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস, ১৭ ডিসেম্বর তাম্প্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস পালন করবেন। বলেন, প্রত্যেক বছরের মতো জনতা জনার্দনকে নিয়ে আমি তা পালন করব।

বক্তব্যের একেবারে শেষ দিকে তিনি বলেন, পুরো ব্যবস্থাটা চলবে ফর দা পিপল, বাই দা পিপল ও অফ দা পিপল। সমস্ত ব্যবস্থার ক্ষেত্রে শেষ কথা বলে জনগণ। বলেন, বাংলা ও বাঙালির সেবক হিসেবে কাজ করে যাব। আমি রাস্তায় থাকব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*