রাজ্য রাজনীতিতে ফের একবার চর্চার মুখে নেতাই ৷ সৌজন্যে শুভেন্দু অধিকারী ৷ ২০১১ সালের পর থেকে প্রতি বছরই ৭ জানুয়ারি নেতাইয়ে আসেন শুভেন্দু ৷ শহিদ বেদিতে মাল্যদানের পাশাপাশি শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি ৷ এবছরও তার ব্যতিক্রম হল না ৷ তিনি এলেন, মাল্যদান করলেন শহিদ বেদিতে ৷ পরিবারের প্রতি সমবেদনাও জানালেন ৷
তবে পার্থক্য একটাই ৷ ২০১৯ পর্যন্ত তিনি এখানে এসেছেন তৃণমূল নেতার পরিচয়ে ৷ তবে, ২০২০-তে তিনি এলেন বিজেপি নেতার পরিচয়ে ৷ যদিও শহিদ মঞ্চে রাজনীতির রং লাগাতে নারাজ শুভেন্দু ৷ বার বার একটাই কথা বলেছেন, আমি কোনও দিন দলীয় পতাকা নিয়ে এখানে আসিনি ৷ পাশাপাশি নাম না করে ছত্রধর মাহাতকেও কটাক্ষ করেন তিনি ৷ জঙ্গলমহলের লোকেদের সঙ্গে তাঁর হৃদয়ের সম্পর্ক ৷ এই সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি ৷
এদিন সকালেই নেতাই পৌঁছে যান শুভেন্দু অধিকারী ৷ শহিদ বেদিতে মাল্যদানের পর এক মিনিটের নীরবতা পালন করেন ৷ এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যাঁরা কোনও দিন নেতাইয়ে আসেননি, শহিদদের পরিবারের খোঁজ নেননি, তাঁরা আসছেন ৷ আমরা স্মৃতিরক্ষা কমিটির নামে এই দিনটি পালন করি ৷ এই গ্রামে সব দলের লোক আছে ৷ তৃণমূল-সিপিএম-বিজেপির লোক আছে এখানে ৷ এখানে আমরা কোনও দিন রাজনীতি করিনি ৷ আমি কোনও দিন দলীয় পতাকা নিয়ে আসিনি এখানে ৷
এদিন নাম না করে ছত্রধর মাহাতকেও কটাক্ষ করেন তিনি ৷ বলেন, এই গ্রামের লোকেদের যতটা প্রয়োজন, করার চেষ্টা করেছি ৷ যা কথা দিয়েছিলাম তা রেখেছি ৷ এই গ্রামের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক ৷ এই সম্পর্কটা যদি কেউ ছেঁড়ার চেষ্টা করে, তাহলে সেটা সহজ হবে না ৷ ১০ বছর জেলে কাটিয়ে কেউ সম্পর্ক ছেঁড়ার চেষ্টা করলে তা সহজ হবে না ৷ কারণ এইসব লোকের জন্য আজ এঁরা শহিদ হয়েছেন ৷ শুধু সিপিএমকে দোষ দিলে হবে না, বিগত দিনে জনসাধারণ কমিটির নামে গোটা এলাকাটা যারা বিশৃঙ্খল করেছে তারা এসে গণতন্ত্রের কথা বলবে ? তারা এসে বলবে শুভেন্দু অধিকারীকে লালগড়ে আটকে দেব ? ক্ষমতা থাকলে আটকে দিক আমাকে ৷ আমি মৃত্যুকে ভয় করি না ৷
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ২০১১ সালের কথা স্মরণ করে বলেন, ২০১১ সালে যেদিন এসেছিলাম সেদিন আমার সঙ্গে নিরাপত্তারক্ষী ছিল না ৷ সেদিন পীরাকাটায় অবরোধ ছিল ৷ আপনারা জানেন ২০১১-এর ভ্রাতৃ দ্বিতীয়ার দিন সিআরপিএফ না আটকালে আমি শহিদ হতাম ৷ যেখান দিয়ে যেতাম আমি সেখানে মাইন পাওয়া গিয়েছিল ৷ এসব ভয় পাওয়ার লোক আমি নয় ৷ জঙ্গলমহলের লোকের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক ৷
Be the first to comment