আজ ভগবানপুরে ভারতীয় জনতা পার্টির তফসিলি মোর্চার আয়োজনে সভা হয়। প্রধান বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন লকেট চ্যাটার্জি।
সেই জনসভায় শুভেন্দু অধিকারী তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ‘তৃণমূল প্রাইভেট কোম্পানিকে পরিষ্কার করতে হলে গ্রামে গ্রামে বারবার আসতে হবে। ২০১৪ সালের পর থেকে রাজ্যে স্কুল সার্ভিসে নিয়োগ হয়নি।
তিনি বলেন, ‘টেট কেলেঙ্কারিতে জর্জরিত রাজ্য সরকার। পার্শ্ব শিক্ষক, সিভিক ভলান্টিয়রদের উচিত বেতন দিচ্ছে না এই সরকার। পশ্চিমবঙ্গে বিগত সাড়ে নয় বছরে কোন বড় শিল্প আসেনি।’
এদিন শুভেন্দু বলেন, ‘যা কিছু সব হরিশ চ্যাটার্জি চালাবে আর আমরা কি সবাই বানের জলে ভেসে এসেছি? ভোট এলে নন্দীগ্রামের কথা মনে পড়ে? তিনি বলেন, ১৮ তারিখ মাননীয়া আসছেন আসুন বক্তব্য রাখুন আমি ১৯ তারিখ সভা করে সব উত্তর দিয়ে দেব।’
Be the first to comment