বাংলার বিধানসভা নির্বাচন কেন ৮ দফায় তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ডানকুনির একটি জনসভা থেকে কার্যত সেই প্রশ্নেরই জবাব দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, ‘‘করোনার থেকেও ভয়ঙ্কর ভাইরাস তৃণমূল প্রাইভেট লিমিটেড। স্বচ্ছ এবং অবাধ ভোট করানোর জন্যই নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে। ৮ দফায় ভোট হবে, তৃণমূল যাতে অপরের ভোট নিজেরা না দিতে পারে।
তিনি আরোও বলেন, ‘এ বারের নির্বাচন অবাধ, ভয়মুক্ত পরিবেশে হবে। বিজেপি-র সরকার তৈরি হবে। প্রতিটি ক্ষেত্রে তৃণমূল সরকার ব্যর্থ। এত মদের দোকান, যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছেন মহিলা মুখ্যমন্ত্রী।
এদিন শুভেন্দু বলেন, ‘৭ তারিখে মোদীজি ব্রিগেডে আসছেন। সভা ভরাতে হবে। সোনার বাংলা গড়তে হবে। এ বার ডাবল ইঞ্জিন সরকার হবে। হুগলি জেলায় ৫ টাকা কেজি করে আলু বিক্রি করেছেন আলু চাষিরা। আর আমাদের ৪০ টাকা কেজি করে আলু কিনতে হয়েছে। এই টাকা কোথায় গিয়েছে? কৃষকেরা কেন পাননি? এই টাকা কি ভাইপো-ভেট? মানুষ আজ জানতে চান। দিদির দূত, তোলাবাজ ভাইপো ভূত।’
Be the first to comment