‘হিন্দুদের ভোট করতে দিতে চান না, এটাই মমতার আসল চেহারা’, ভিডিয়ো টুইট করে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

Spread the love

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী। দক্ষিণ ২৪ পরগণার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিষ চক্রবর্তীর একটি ভাইরাল ভিডিয়ো (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি রোজদিন.ইন ) টুইট করে সরাসরি তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করেছেন শুভেন্দু।

সোমবার সকালে শুভেন্দু অধিকারীর টুইটকে ঘিরে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি। নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর টুইট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, একদল কর্মীর সঙ্গে বসে বুথ নিয়ে আলোচনায় ব্যস্ত দক্ষিণ ২৪ পরগণার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিষ চক্রবর্তী। কোনও একটি পাতায় নির্দিষ্ট কোনও বুথের প্রসঙ্গে জানতে চেয়ে প্রশ্ন করছেন তিনি।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, পাতায় কোনও তিনটি বুথের দিকে ইঙ্গিত করে বলছেন, ‘এই তিনটে বুথের দিকে নজর রাখিস।’ জবাবে তাঁর পাশে দাঁড়ানো ব্যক্তি বলছেন- ‘এই বুথটা পুরো হিন্দু বেল্ট।’ উত্তরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভাশিষ চক্রবর্তীকে বলতে শোনা যাচ্ছে, ‘একটু নজর রাখিস, হিন্দুদের ভোট করতে দেওযা যাবে না।’

ভিডিয়ো টুইট করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী বলছেন “হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না”। বাংলায় এই তুষ্টিকরণের সাম্প্রদায়িক রাজনীতি আর চলবে না।’

এখানেই শেষ নয় শুভেন্দু সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে লিখেছেন,’চাঞ্চল্যকর! এই ভিডিও থেকে পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চেহারা। ‘ ভিডিয়োটি নিয়ে রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী বারবার যোগাযোগ করা হলেও তাঁর থেকে কোনও উত্তর পাওয়া যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*