“গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে ৷ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করব ৷” বিরোধী দলনেতা হয়ে পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরানোর ডাক দিয়ে একথা বলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি জানান, প্রথা মেনে অনুষ্ঠিত হলেও তাঁদের মন ভালো নেই ৷ কারণ পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই ৷ বলেন, “প্রথা মাফিক এই অনুষ্ঠান হচ্ছে । আমাকে মালা পরানো হয়েছে, পরেছি । কিন্তু আমাদের মন ভাল নেই । কারণ পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই । এখানে গণতন্ত্র ফেরাতে হবে ৷”
আজ মুরলীধর সেন রোডের কার্যালয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনের জন্য বৈঠক শুরু হয় ৷ সেই বৈঠকে মুকুল রায়ের তরফে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হয় ৷ যে নামে বিজেপির সব নেতাই সম্মতি জানান ৷ সর্বসম্মতভাবে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শুভেন্দু অধিকারীর নাম রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করেন ৷ বিরোধী দলনেতা হিসাবে বক্তব্য রাখতে গিয়ে তিনি মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন ৷ বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা পালন করব। কোনও সিদ্ধান্ত শুভেন্দু একা করবে না, সকলকে নিয়ে চলবে ।”
একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চাঁছাছোলা আক্রমণ শানান ৷ তাঁর কথায়, “পরাজিত প্রার্থী মুখ্যমন্ত্রী হয়েছেন, স্বাধীনতার পর থেকে এই ঘটনা কোনওদিন ঘটেনি ৷” এরপর তিনি বাম-কংগ্রেসের শূন্য আসন পাওয়ার বিষয়টিও তুলে ধরেন ৷ শ্যামাপ্রসাদের আদর্শের ভারতীয় জনতা পার্টি যে বিধানসভায় অনেক পদ্ম ফোটাতে সক্ষম হয়েছে, সেই বিষয়টিও মনে করিয়ে দেন বিরোধী দলনেতা ৷
তিনি দুই বারের সাংসদ, এবং তিনবারের বিধায়ক ৷ একথা মনে করিয়ে শুভেন্দু জানান, অন্যায় হলে সংসদীয় রীতি নীতি মেনে প্রতিবাদ করবেন, একইসঙ্গে যেকোনও গঠনমূলক কাজে সরকারের সহযোগিতা করার অঙ্গীকার করেন । হিংসা মুক্ত এবং শান্তির বাংলা গড়ার আশা করেন তিনি ৷
Be the first to comment