শুধু কাজ করলেই হবে না, প্রশিক্ষিত হতে হবে। সেই লক্ষ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাইছেন বিজেপি-র টিকিটে জয়ী নতুন বিধায়কদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হোক।
মঙ্গলবারই দলের রাজ্য কার্যকারিণী বৈঠকে এই প্রস্তাব দেন। সেই মতো আগামী শনিবার কলকাতার হেস্টিংসে রাজ্য বিজেপি-র দফতরে বসছে বিধায়কদের ক্লাস।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, দিনভর চলবে ওই প্রশিক্ষণ শিবির। সকাল ১০টা নাগাদ তার উদ্বোধন করবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর পরে বিভিন্ন বিষয়ে ক্লাস নেবেন রাজ্য স্তরের নেতার।
তবে হেডস্যারের ভূমিকায় থাকবেন খোদ শুভেন্দু। প্রাক্তন তৃণমূল বিধায়ক ও মন্ত্রী বিধায়কদের বিধানসভার অধিবেশনে কেমন ভূমিকা নিতে হবে কিংবা অন্যান্য কাজের খুঁটিনাটি শেখাতে চান। সেই সঙ্গে আরও নানা বিষয়ে দলের বক্তব্য কী হবে তা বোঝাতেও বিধায়কদের দিনভর ক্লাস করতে হবে।
Be the first to comment