কে রুখবে আমাদের? আমাদের সঙ্গে গণদেবতা রয়েছেন ৷ মা মাটি মানুষের সরকারের পাশে রয়েছে সাধারণ মানুষের সমর্থন; একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু বলেন, রাজ্যে যে অপসংস্কৃতি নিয়ে আসার চেষ্টা চলছে, তা রুখতে হবে ৷ তৃণমূল কর্মীরা চ্যালেঞ্জ নিয়ে উন্নয়নের লড়াইয়ে ফিরুন কারণ কিছু শক্তি উন্নয়ন চায় না ৷ সেই শক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান ৷
পাশাপাশি বিজেপিকে একহাত নিয়ে শুভেন্দু বলেন ভারতীয় জনতা পার্টি বাংলার সংস্কৃতি জানে না ৷ যদি রাজ্যের সংস্কৃতির প্রতি তাঁদের বিন্দুমাত্র জ্ঞান থাকত তাহলে রাজ্যের গর্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি তাঁরা ভাঙতো না ৷ সহজপাঠকে বিদ্যাসাগরের লেখা বলে গুলিয়ে ফেলত না ৷
অন্যদিকে তিনি আরও জানান, ব্যালটে ভোট হলে বিজেপি হারে, মেশিনে ভোট হলে বিজেপি জেতে ৷ এখানেই পরিষ্কার, কোথায় কারচুপি হচ্ছে ৷ উত্তরাখণ্ড, কর্ণাটকের নির্বাচনের কথা উল্লেখ করে বিজেপির কড়া সমালোচনা করেন শুভেন্দু অধিকারী ৷
Be the first to comment