সরকারি কর্মচারীদের জন্য সুখবর ৷ পুজোর আগেই কার্যকর হতে পারে ষষ্ঠ বেতন কমিশন ৷ এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ উল্লেখ্য, শনিবার কসবায় তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বর্ধিত বৈঠকে যোগ দিয়ে এই ইঙ্গিত দেন শুভেন্দু ৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রী বেতন কমিশনের সুপারিশ হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। হাতে পেলেই ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। আপনাদের একটা ভালো খবর দিচ্ছি। আগামী ১৩ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বেশ কিছু ঘোষণা করবেন তিনি।
উল্লেখ্য, অর্থনীতিবীদ অভিরূপ সরকারের নেতৃত্বে ২০১৫ সালে গঠিত হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন। কিন্তু এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি। ইতিমধ্যেই SAT রায় দিয়েছে যে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই রাজ্যকে বকেয়া DA মেটাতে হবে। শনিবার শুভেন্দুবাবু বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি চাইছেন সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক করতে। আগামী ১৩ সেপ্টেম্বর বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই বৈঠক করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। আর সেই বৈঠক থেকে বেশকিছু ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment