ভুয়ো ভোটার ইস্যুতে মমতাকে বিঁধলেন শুভেন্দু অধিকারী, অমিত মালব্য

Spread the love

বাংলার বিধানসভা নির্বাচন মিটলেও ভবানীপুরের উপ নির্বাচন ঘিরে অব্যহত টানটান উত্তেজনা। বৃহস্পতিবার সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। আর এদিন দুপুরে এক ভুয়ো ভোটারকে হাতে নাতে ধরেছেন বলে অভিযোগ করেন প্রিয়াঙ্কা। তাঁর অভিযোগ, কোনও পরিচয় পত্র ছাড়াই বুথে প্রবেশ করেছেন তিনি। শুধু তাই নয়, জিজ্ঞাসা করলে তিনি জানতে পারেন ওই যুবক আসলে বাঁশদ্রোণীর ভোটার। আর এই সেই ইস্যুতেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য।

প্রিয়াঙ্কার ওই অভিযোগ সামনে আসার পরই ঘটনার ভিডিয়ো টুইটারে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন তোলেন, বাঁশদ্রোণীর ভোটার কী ভাবে ভোট দিতে এল ভবানীপুরে? পাশাপাশি তাঁর দাবি, ভুয়ো ভোটের ওপর নির্ভর করেই তৃণমূল জয়ের ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসী। তিনি লিখেছেন, ‘বি তে ভবানীপুর, বি তে বাঁশদ্রোণী’।

একই অভিযোগ সামনে এনে আক্রমণ শানিয়েছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। টুইটে তিনি দাবি করেছেন, নন্দীগ্রামের হারের পর ভুয়ো ভোটে নির্ভর করেই জিততে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, ‘একজন মুখ্যমন্ত্রীর কি ভু্য়ো ভোটের রায় মানায়?’ তিনি উল্লেখ করেছেন, ‘ভুয়ো ভোটের অতিমারি থাবা বসিয়েছে ভবানীপুরে।

বিজেপির অভিযোগ, এ দিন সকালে তাঁদের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল খালসা হাইস্কুলে ভোট কেন্দ্রের ভিতরে গিয়ে দেখেন, এক যুবক সেখানে রয়েছেন। তাঁর হাতে কোনও রকম পরিচয়পত্র নেই, অন্যান্য কোনও পরিচয়পত্র নেই। অথচ তিনি ভোট দিতে ঢুকেছেন। তখন তাঁরা তাঁকে হাতেনাতে ধরে ফেলা হয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কার প্রশ্নের উত্তরে ওই যুবক জানাচ্ছেন যে তিনি বাঁশদ্রোণীর বাসিন্দা। প্রিয়াঙ্কা তাঁকে বলেন, পরিচয় পত্র না আসা পর্যন্ত বুথের বাইরেই বসে থাকতে হবে তাঁকে। অভিযোগ, এরপরই বিজেপির লোকজন ওই যুবককে মারতে মারতে বাইরে নিয়ে আসেন। ওই যুবক তৃণমূলেরই লোক বলে দাবি করেছে বিজেপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*