আশুতোষ কলেজের পাশে শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ, কটূক্তি

Spread the love

আশুতোষ কলেজের সামনে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্যের চার পুরসভার নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। ব্যালট বক্সে আবারও সবুজ ঝড়। এদিনই সকালে হাজরা মোড়ে বিজেপির শহিদ শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন শুভেন্দু। ওই কর্মসূচির শেষে ফেরার সময়েই বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতা।

আশুতোষ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এদিন স্লোগান তোলেন, “শিশিরবাবুর ছেলেটা, চোরটা চোরটা।” এদিন বিক্ষোভের মুখে পড়ার পর গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু। এদিন মেজাজ হারিয়ে ফেলতে যায় তাঁকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন বিজেপি কর্মী-সমর্থকরাও। দু’ পক্ষের স্লোগানে সরগরম হয়ে ওঠে এলাকা। তৃণমূল কর্মীদের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন বিজেপি নেতা। এরপর গাড়িতে উঠে এলাকা ছাড়েন শুভেন্দু।

এদিনের ঘটনার পর টুইটারে সরব হয়েছেন শুভেন্দু। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে তাঁর টুইট, “পুলওয়ামা দিবসে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে এক অরাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম ভবানীপুর থানার অন্তর্গত আশুতোষ কলেজ মোড়ে। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা এমন তলানিতে পৌঁছেছে যে মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় ওঁর পোষিত তৃণমূলী গুণ্ডারা আমাকে শারীরিক নিগ্রহ করতে আসে।”

উল্লেখ্য, এদিন চার পুরভোটে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল কংগ্রেস। চার পুরসভাতেই বোর্ড গঠনের পথে ঘাসফুল শিবির। একে একে জয়ী প্রার্থীদের নাম ঘোষণা হতেই টুইট করলেন উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। সোমবার টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় ‘মা-মাটি-মানুষ’-কে ধন্যবাদ জানান। তিনি লেখেন, ”আরও একবার মা-মাটি-মানুষের অভূতপূর্ব জয়। আসানসোল , বিধাননগর, শিলিগুড়ি ও চন্দননগরের মানুষকে শুভেচ্ছা। পুরসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ।” একইসঙ্গে তাঁর সংযোজন, ”উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমরা আরও উদ্দমের সঙ্গে কাজ করব। মা-মাটি-মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*