৯০০ কোটি টাকা ভাইপোর কাছে গিয়েছে, বিস্ফোরক শুভেন্দু অধিকারী

Spread the love

একুশের নির্বাচনের আবহে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। রবিবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, সরকারি মদতে কয়লা দুর্নীতি হয়েছে। বিনয় মিশ্রের সঙ্গে তৃণমূলের যোগসাজশ রয়েছে। বিনয় মিশ্র সম্পর্কে চুপ তৃণমূল। ৯০০ কোটি টাকা ভাইপোর কাছে পৌঁছে দেন বিনয় মিশ্র। ধৃত IC অশোক মিশ্র টাকা পৌঁছে দিতেন। পুলিশের একাংশ এই চক্রে জড়িত। মুখ্যমন্ত্রী কিছুতেই দায়িত্ব এড়াতে পারেন না। মমতাই প্রধান কর্মকর্তা।’ তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরকেও টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু।

শুভেন্দুর আরও অভিযোগ, ‘ ২০১৩ সালে বিনয়কে যুব-র সহ সভাপতি করেন ভাইপো।এই দুর্নীতির শেষ হওয়া দরকার। গণেশ বাগারিয়া, বিনয় মিশ্রের অডিও ভাইরাল হয়েছে।’

বিজেপি নেতা অমিত মালব্যর দাবি, ‘অভিষেককে মাসে পাচারের ৪০ কোটি টাকা দেওয়া হত।’ তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমি মানতেই পারি না যে মুখ্যমন্ত্রী এসব কিছু জানেন না। আমরা এই পাপের ভাগী হতে চাই না। তাই বেরিয়ে এসেছি।’

শুভেন্দু আরও বলেন, ‘দিদি যখন পিসি হয়ে গিয়েছেন, আমরা তখন ছেড়ে এসেছি। আমরা ল্যাম্পপোস্ট হয়ে গিয়েছিলাম। গোটা রাজ্য একা উনি চালাচ্ছেন।’ প্রসঙ্গত, কয়লা পাচারকাণ্ডে ভোটের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিল CBI। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। অভিষেকের শ্যালিকাকেও এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়। ভোটের আগে এই দুর্নীতিকাণ্ডে অতীতেও শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন।

উল্লেখ্য, কয়লা কেলেঙ্কারিতেগ্রেফতার করা হয়েছে রাজ্য পুলিশের এক আধিকারিককে। সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার বাঁকুড়া থানার IC অশোক মিশ্রকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ED সূত্রে জানা গিয়েছে, কয়লা কাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন ওই পুলিশ আধিকারিক। কলকাতা থেকে এদিন গ্রেফতার করা হয় তাঁকে। জানা গিয়েছে, শনিবার ED দফতরে তলব করা হয়েছিল অশোক মিশ্রকে। বহুক্ষণ তাঁকে জিজ্ঞাসবাদ করা হয়। তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*