‘কুকুরের কাজ কুকুর করেছে’, সত্যেন্দ্রনাথের কবিতায় জয়প্রকাশ-রাজীবকে পাল্টা শুভেন্দুর

Spread the love

বৈধ উপায়ে নয়, বরং ছল-চাতুরির আশ্রয়ে একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী ৷ শনিবার সাংবাদিক সম্মেলনে সম্প্রতি দল বদলে তৃণমূলে আসা জয়প্রকাশ মজুমদার এবং ঘাসফুলে প্রত্যাবর্তন করা রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ নাড়িয়ে দিয়েছিল রাজ্য-রাজনীতিকে। শুভেন্দু ফলপ্রকাশের পর নিজেই নাকি তাঁদের বলেছিলেন, কায়দা করে জিততে হয়েছে নন্দীগ্রামে। গতকালের সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করেছিলেন বিজেপি-ত্যাগী জয়প্রকাশ এবং একদা শুভেন্দু-ঘনিষ্ঠ রাজীব ৷ জোড়া ফলার পাল্টা কীভাবে দেবেন শুভেন্দু, গতকালের পর সেদিকেই তাকিয়ে ছিল রাজনৈতিক মহল ৷ ২৪ ঘণ্টার মধ্যেই টুইটারে দুই তৃণমূল নেতার অভিযোগের পাল্টা দিলেন শুভেন্দু ৷

তবে পাল্টা আক্রমণের রাস্তায় হেঁটে নয়, জয়প্রকাশ-রাজীবকে শুভেন্দু জবাব দিলেন কবিতা ধার করে ৷ “কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ান কি রে মানুষের শোভা পায়?” সত্যেন্দ্রনাথ দত্তের উওম ও অধম কবিতাটি টুইটারে শেয়ার করে সমস্ত অভিযোগের জবাব দিলেন শুভেন্দু ৷ তিনি বোঝাতে চাইলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও সারবত্তাই নেই ৷ তবে তিনি পাল্টা দুই তৃণমূল নেতার বিরুদ্ধে কোনও মিথ্যা অভিযোগের পথে হাঁটবেন না ৷ টুইটে বোঝাতে চেয়েছেন শুভেন্দু ৷

বিরোধী দলনেতা এদিন তাঁর টুইটের ক্যাপশনে তৃণমূলকে ‘তোলামূল’ কটাক্ষ করে লেখেন, “গতকাল তোলামূল দলের সাংবাদিক ‘প্রহসন’ থুড়ি সম্মেলন দেখে সত্যেন্দ্রনাথ দত্তের ‘উত্তম ও অধম’ কবিতাটি মনে পড়ে গেল ৷”

শনিবারের সাংবাদিক সম্মেলনে ঠিক কী বলেছিলেন তৃণমূলের দুই নেতা ৷ জয়প্রকাশের অভিযোগ, সেদিন (২ মে, বিধানসভার ফলপ্রকাশের দিন) বিকেল পাঁচটা পর্যন্ত খবর ছিল শুভেন্দু হেরেছেন ৷ পরে দেখলাম ফল উল্টে গেল ৷ শুভেন্দুকে জিজ্ঞেস করতেই একটা রহস্যের হাসি হেসে বলে, ‘জয়প্রকাশদা অনেক কায়দা করতে হয়েছে’ ৷ জয়প্রকাশের দাবিকে সমর্থন জানিয়ে রাজীব বন্দ্যোপাধ্য়ায় নন্দীগ্রাম ভোট নিয়ে চলা মামলার রায় বেরনোর পর পুনরায় সেখানে গণনা অথবা নতুন করে নির্বাচনের দাবি তোলেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*