তৃণমূল কংগ্রেসের মিছিলের ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা মিছিলে জবাব দিলেন শুভেন্দু অধিকারী নিজেই। শুভেন্দুর হুঙ্কার, কাঁথিতে বিজেপিতে ঘরে ঘরে বিজেপি ঢুকবে। অন্তত ২০০ সিট পাবে বিজেপি।
প্রসঙ্গত, ২১ বছর আগে যুবক কংগ্রেসের ছাত্র সংগঠনের হয়ে পথে নামতেন। তার পর লম্বা সময় এই শহর শুভেন্দুকে দেখে এসেছে তৃণমূলের পতাকা হাতেই। সেখান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে পদ্মাসনে থিতু হতেই শুভেন্দুকে ঘিরে তুমুল উৎসাহ দেখা গেল। শুভেন্দুর মিছিলে গেরুয়া জনজোয়ার দেখল কাঁথি শহর।
প্রসঙ্গত, দিন কয়েক আগে সভা করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বললেন, আমার ঘর বাংলা, আমাকে শুধু পূর্ব মেদিনীপুরে আটকে রাখা যাবে না। ওঁরা বারবার এখানে আসছে আমাকে পূর্ব মেদিনীপুরে আটকে রাখতে। কিন্তু রাজ্য জুড়ে প্রচার আটকানো যাবে না।
আগামী ২৭ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সভা করবেন শুভেন্দু অধিকারী। সৌগত রায়-ফিরহাদ হাকিমরা বলেছিলেন, কাঁথি কারও গড় না। শুভেন্দু প্রশ্নটা ছুঁড়তেই বলে দিলেন, ৯৮ এ দ্বিতীয় হয়েছিল তৃণমূল। প্রথম করেছিল অধিকারী পরিবার। আবার দ্বিতীয় হবে।
শুভেন্দু এদিন আরও বলেন, অধিকারীদের আক্রমণ করলে অবিভক্ত মেদিনীপুরে হারিয়ে যাবে তৃণমূল।
Be the first to comment