শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও শেষরক্ষা হল না ৷ রাজ্যের মন্ত্রী তথা বর্যীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণ ঘটল দীপাবলীতে। বৃহস্পতিবার এসএসকেম-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ৷ বর্ষীয়ান রাজনীতিবিদের প্রয়াণে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল ৷ শোকজ্ঞাপন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷
বিধানসভা ভোটের প্রাক্কালে দলত্যাগের আগে বহু লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন সুব্রত-শুভেন্দু ৷ রাজনৈতিক দাদার থেকে রাজনীতির খুঁটিনাটি শিখেছেন, বহুবার জানিয়েছেন শুভেন্দু ৷ স্বভাবতই ‘বড় দাদা’কে হারিয়ে শোকে মূহ্যমান অধিকারী বাড়ির মেজ ছেলে ৷
টুইটারে তিনি লিখেছেন, ‘‘প্রবীণ রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। আমার প্রার্থনা তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও সমর্থকদের সঙ্গে থাকবে । তাঁর আত্মা চির শান্তি লাভ করুক। ওম শান্তি ৷’’
Be the first to comment