পঞ্চম দফার ভোটে দফায় দফায় সংঘর্ষে বকুলতলায় বোমার আঘাতে অচৈতন্য হয়ে পড়েন বিজেপি কর্মী, সেখানকার এক বুথে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল। এনিয়ে সরব হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
শনিবার বীরভূমের ইলামবাজারে বিজেপির জনসভায় যোগ দেওয়ার আগে শুভেন্দু বলেন, “এটা তৃণমূল কংগ্রেসের অভ্যেসে পরিণত হয়েছে। পুলিশের একটা অংশ কয়লা, গরু, বালি থেকে করে খেয়েছে। তারা, আর কিছু লুম্পেন, পঞ্চায়েতের কিছু লোক যারা তোলা তোলে তারা ছাড়া আর কেউ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। তারা যখন দেখছে দলে দলে মানুষ ভোট দিতে বেরিয়ে যাচ্ছে তখন আতঙ্কিত হয়ে মারপিট করছে। যদি কিছু ভোট কমানো যায়। এতে কোনও লাভ হবে না। “
এদিন তিনি বলেন, “পশ্চিমবঙ্গে পরিবর্তন নিশ্চিত। ১৮০টা সিটে ভোট হয়ে গেল। আমার বিশ্বাস আর কয়েকটা ভোট পেলেই ম্যাজিক ফিগার ক্রস করে যাবে বিজেপি।”
Be the first to comment